আখাউড়া থানা ওসির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা





হাইকোর্টজীবিত হজ যাত্রীকে পুলিশ প্রতিবেদনে মৃত দেখানোর ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন। রবিবার (২৩ জুলাই) ওসি হাইকোর্টে হাজিরের পর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য দুপুর ২ টায় সময় নির্ধারণ করেন। আদালতে ওসির পক্ষে ছিলেন আইনজীবী শাহরিয়ার কবির বিপ্লব।

পরে শাহরিয়ার ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ সুপার মোট ১৯৯ জনের পুলিশ প্রতিবেদনের জন্য আখাউড়ার ওসির কাছে পাঠানো হয়। ওসি ১০ জন এসআই ও একটি ফাঁড়িকে দায়িত্ব দেন। সবাই রিপোর্ট দিলে এসআই আবুল কালাম আজাদ টেলিফোনে কম্পিউটার অপারেটরকে প্রতিবেদন দেন। যেখানে একজন মৃত ও আরেকজনের বিষয়ে দুইটি মামলা আছে বলে উল্লেখ করেন। কিন্তু অপারেটর যার বিরুদ্ধে মামলা আছে তার স্থলে মৃত ব্যক্তির বিষয়টি উল্লেখ করেছেন।’
/এমটি/এনআই/