শাহজালালে দরজার লকের ভেতর থেকে দেড় কেজি স্বর্ণ উদ্ধার

দরজার লকের ভেতরে করে আনা স্বর্ণের বার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা দুই যাত্রীর ব্যাগে থাকা আটটি দরজার লকের ভেতর থেকে ১ কেজি ৪শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। বৃহস্পতিবার (১০ আগস্ট)  যাত্রী আনোয়ার হোসেনের ব্যাগ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম।

লকের ভেতর থেকে বের করা হচ্ছে স্বর্ণের বার

সাইদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন যাত্রী আনোয়ার হোসেন ও তপন চন্দ্র পাল। গোপন সংবাদ থাকায় সন্দেহভাজন যাত্রীদের ওপর নজরদারি রাখা হয়। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী আনোয়ার হোসেন ও তপন চন্দ্র পালের ব্যাগেজ স্ক্যান করলে আটটি দরজার লক পাওয়া যায় এবং সেই লকের ভেতরে স্বর্ণ জাতীয় ধাতব বস্তুর ইমেজ দেখা যায়।  

লকের ভেতরে করে আনা হয় স্বর্ণের বার

তিনি জানান, পরে লক ভেঙে ৬১ টুকরা স্বর্ণের কাটা  বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ৪০০ গ্রাম, যার বাজার মূল্য ৭০ লাখ টাকা। সিঙ্গাপুর থেকে আসা যাত্রী আনোয়ার হোসেনের বাড়ি ময়মনসিংহে,আর তপন চন্দ্র পালের বাড়ি  লক্ষ্মীপুরে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/সিএ/এপিএইচ/