হিজবুত তাহরীর সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে ছাত্রদল ও হিজবুত তাহরীর সন্দেহে থানায় দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এএম আমজাদ আলী।

ওই দুই শিক্ষার্থী হলেন-বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী মো. কাওছার এবং মাস্টারদা' সূর্যসেন হলের শিক্ষার্থী কাজী মাহমুদুল হাসান। তবে সন্ধ্যা পর্যন্ত তাদের নামে কোনও মামলা হয়নি বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই জনকে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও মামলা হয়নি। তারা থানা হেফাজতে রয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ বলেন,‘মোক্তার আলী ডিউ’ নামের একটি ফেসবুক আইডির বিভিন্ন পোস্টে নিয়মিত লাইক দিতো মাহমুদুল। আইডিটি এক জঙ্গির। ওই আইডিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরবিরোধী প্রচারণা চালানো হতো। আর হলের শিক্ষার্থীরা কাওছারকে ছাত্রদলের কর্মী সন্দেহে আমার কাছে দেয়। তার ফেসবুক আইডি চেক করে দেখি তার সঙ্গে মাহমুদুলের সম্পর্ক আছে। কাওছার চ্যাটের মাধ্যমে মাহমুদুলকে ছাত্রদল করার অফার দিত। তার বিরুদ্ধে পুলিশ তদন্ত করবে। যদি ছাত্রদল করা ছাড়া অন্য কোনও কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না মেলে,তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।’

/এএম