মিরপুরে শত্রুতার জের ধরে এক তরুণ খুন

খুনশত্রুতার জের ধরে রাজধানীর মিরপুরে কবির হোসেন (২০) নামের এক তরুণকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে উত্তর পীরেরবাগের ৩৬৩/৮/১ নম্বর বাড়ির সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
ওসি বলেন, ‘গতকাল বজলুর রহমান নামের এক ব্যক্তিকে মারধর করে কবির হোসেন ও তার সহযোগীরা। এরপর আজ বজলুর রহমানের ছেলে ও তার সহযোগীরা কবিরকে মেরেছে।’ এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, উত্তর পীরেরবাগের বাইতুস ফালাহ জামে মসজিদের পাশের একটি গলি থেকে রক্তাক্ত অবস্থায় কবিরের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত কবির একটি গেঞ্জির কারখানায় প্রিন্টের কাজ করতেন।