আদালতে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন সাভারের ওসি

আদালতের নির্দেশ সত্ত্বেও মামলা এজাহার হিসেবে গ্রহণ না করায় ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির। বুধবার (২৩ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে লিখিতভাবে বিচারকের কাছে ক্ষমা চান ওসি। ভবিষ্যতে এ ধরনের ভুল করবেন না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

গত ২১ জুন ঢাকার উত্তরার মো. এনামুল হক জালিয়াতি ও মারধরের অভিযোগ এনে ওই আদালতে একটি নালিশী মামলা করেন। ওই আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করতে সাভার থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন। বাদীপক্ষের আইনজীবী গত ১০ আগস্ট আদালতে দরখাস্ত দিয়ে জানান, আদালতের নির্দেশের পরও ওসি মামলাটি এফআইআর হিসেবে গ্রহণে করেননি।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি ওসির পেশাগত অদক্ষতা ও অসদাচরণ উল্লেখ করে বিচারক তাকে কারণ দর্শানোর নির্দেশ দেন। ওসি মহসিনুল কাদির তার কারণ দর্শানের জবাবে উল্লেখ করেন মামলাটি আদালত থেকে থানায় আসার পর মিস ফাইল হয়। তিনি ইচ্ছাকৃতভাবে কর্তব্যকাজে অবহেলা করেননি। পরে মহসিনুলকে শোকজের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।