শাহ আমানতে বিশ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরচট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অভিযান চালিয়ে এক যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ২০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। ২৬০টি কার্টনে ৫২ হাজার শলাকা উদ্ধার করা হয়। এসময় চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রবিউল হোসাইন নামের ওই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টার দিকে শারজাহ থেকে আসা একটি বিমান অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। একজন যাত্রী ১ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত পেরিয়ে চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার ২টি লাগেজ খুলে ৫২ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়।’ শুল্ক করসহ জব্দ সিগারেটের মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ড. মইনুল খান আরও বলেন, ‘আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না।’