ড্যান্ডি সেবন দেখে ফেলায় লেকে ডুব: কিশোরের গলিত লাশ উদ্ধার

লাশ উদ্ধাররাজধানীর ধানমন্ডি লেক থেকে রাতুল (১৪) নামে এক কিশোরের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে এটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিন দিন আগে লেক পাড়ে বসে ড্যান্ডি (নেশাদ্রব্য) সেবনের সময় পরিচিত লোকজন দেখে ফেলায় রাতুল পানিতে নেমে পড়েছিল। এরপর থেকেই নিখোঁজ ছিল সে।  

ধানমন্ডি থানার এসআই মফিজুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানমন্ডির চার নম্বর সড়কের পাশের লেক থেকে রাতুলের ভাসমান লাশ উদ্ধার করা হয়।’ তিনি জানান, খবর পেয়ে রাতুলের মা মুক্তা বেগম থানায় এসে ছেলের মৃতদেহ শনাক্ত করেন। রাতুলের রিকশাচালক বাবা মো. শামীম জানান, গত ১৬ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে রাতুল ঘর থেকে বেরিয়ে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। রাতুল প্রায়ই বন্ধুদের সঙ্গে ধানমন্ডি লেকের পাড়ে আড্ডা দিত বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী নয়ন ও জাকিরের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনার দিন দুপুরে ধানমন্ডি লেকের পাড়ে রাতুল তার বন্ধুদের সঙ্গে ড্যান্ডি সেবন করছিল। সে সময় পরিচিত লোকজন দেখে ফেলায় রাতুল পানিতে নেমে পড়ে। পরিচিতরা ভেবে ছিলেন হয়তো সে অন্য স্থান দিয়ে উঠে গেছে। কিন্তু আসলে সে আর পানি থেকে উঠতে পারেনি। তিনদিন পর তার মৃতদেহ ভেসে ওঠে।  রাতুল তার পরিবারের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় থাকত। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।