মাতুয়াইলে শিশুর লাশ উদ্ধার

রুহি করিম
রাজধানীর কদমতলীর মাতুয়াইলে রুহি করিম (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়। কদমতলী থানার এসআই মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রুহির বাবার নাম মো. রেজাউল করিম। তিনি মাতুয়াইল হাসপাতালে ক্যাফেটেরিয়া (ক্যান্টিন) পরিচালনা করেন।

এসআই জানান, মাতুয়াইল হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়।

শিশুটির মামা তৌফিকুর রহমান জানান,  রুহিকে এ বছর স্থানীয় একটি স্কুলে ভর্তি করানো হয়েছে।  রবিবার সকালে রুহি স্কুল থেকে বাসায় ফেরে।  খাওয়া-দাওয়া শেষে নিচে খেলতে যায়।  প্রায় দেড় ঘণ্টা পরও ফিরে না আসায় তারা খুঁজতে থাকেন। পরে রুহিদের বাসার পাশের পরিত্যক্ত একটি ঘরের আড়ার সঙ্গে লুঙ্গিতে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। তাকে উদ্ধার করে মাতুয়াইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর একটার দিকে মৃত ঘোঘণা করেন।

রুহিরা মাতুয়াইল হাসপাতালের পাশে কামালবাগ ৯ নম্বর ওয়ার্ডের সি ব্লকের ৩ নম্বর লেনের ২ নম্বর হাউজের তৃতীয় তলা ভাড়া বাসায় থাকে।

তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ছৈলাবুমিয়ায়। তার মায়ের নাম সানজিদা পারভীন লীমা।