সরকারিকরণের তালিকায় আরও ১৪৮ মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় সরকারি করার তালিকায় যুক্ত হলো আরও ১৪৮টি বিদ্যালয়ের নাম। গত ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান ১৪৮টি বিদ্যালয়কে সরকারি করার নির্দেশনা পাঠান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে। প্রধানমন্ত্রীর অনুমোদন ওই দেওয়া তালিকা পাঠানোর পর গত ২৫ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত তালিকাটি প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর সমীক্ষা চালিয়ে দেখা যায়, ৩১৫টি উপজেলায় হাই স্কুল এবং ৩২১টি উপজেলায় সরকারি কোনও কলেজ নেই। বিভিন্ন দফায় ১৯৯টি কলেজ এবং ১১৮টি হাই স্কুল জাতীয়করণের ব্যাপারে প্রধানমন্ত্রী নীতিগত অনুমোদন দেন। এখন যুক্ত হলো আরও ১৪৮টি মাধ্যমিক বিদ্যালয়।

দেশে বর্তমানে ৩৩৫টি সরকারি হাই স্কুল এবং ৩৩১টি কলেজ রয়েছে।

 

নতুন যুক্ত হওয়া মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা দেখুন:

 সরকারি হওয়া বিদ্যালয়ের তালিকা