বিমানবন্দরে গুলিসহ ব্যবসায়ী গ্রেফতার

হযরত শাহজালাল বিমানবন্দরে গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম আবুল হোসেন মিয়া (৫৬)।  মঙ্গলবার রাত ১২টায় বিজি ৭০১ ফ্লাইটে কাঠমান্ডু যাওয়ার উদ্দেশে বিমানবন্দরের ৩ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকা পার হওয়ার সময় নিরাপত্তা তল্লাশিকালে ব্যাগের ভেতর ৬ রাউন্ড গুলি পাওয়ায় তাকে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার এসআই আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক করা ওই যাত্রীর পাসপোর্ট নম্বর বিপি ০৩৬৪৭৫৬। পিতার নাম আব্দুস সামাদ। তিনি পেশায় ব্যবসায়ী এবং বাসা শান্তিনগরের গুলবাগে।

এসআই সাঈদ আরও জানান, আটকের পর আবুল হোসেন মিয়ার বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

তবে আটক ব্যক্তি দাবি করেছেন, তার লাইসেন্স করা পিস্তল রয়েছে। এসব গুলি ওই পিস্তলের এবং এগুলো কেনার রশিদ তার কাছে আছে। তবে তিনি তা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে দেখাতে পারেননি। এজন্য তার কাগজপত্র আছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত: বিমানবন্দর এলাকায় আইন-শৃঙ্খলাবাহিনী ছাড়া অন্য কারও অস্ত্র ও গুলিসহ প্রবেশ নিষেধ।