চলচ্চিত্রের পাইরেসি রোধে আইনি ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

 

আইজিপির সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতাদের সাক্ষাতচলচ্চিত্রের পাইরেসি রোধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। রবিবার (২৩ অক্টোবর) রাতে পুলিশ সদর দফতরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতাদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইজিপির সঙ্গে সাক্ষাতের সময় চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা চলচ্চিত্রের পাইরেসি বন্ধে আইনি সহায়তা দেওয়া, বিদেশি শিল্পীরা যাতে অবৈধভাবে বাংলাদেশে এসে চলচ্চিত্রে অভিনয় করতে না পারেন সেজন্য আইনি ব্যবস্থা নেওয়া এবং শিল্পের সার্বিক সহযোগিতাসহ চলচ্চিত্র শিল্পে বিদ্যমান অসুবিধাগুলো দূরীকরণে পুলিশ প্রধানকে অনুরোধ জানান। আইজিপি তাদেরকে সার্বিক আইনি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির নেতাদের মধ্যে উপদেষ্টা নায়ক ফারুক, সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহসভাপতি রিয়াজ, চিত্রনায়িকা অঞ্জনা, পপি ও পূর্ণিমা প্রমুখ উপস্থিত ছিলেন।