শাহজালালে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

স্বর্ণের বার (ফাইল ছবি)ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে তিন কেজি স্বর্ণ আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। সৌদি আরবের রিয়াদ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এসব স্বর্ণ আটক করা হয়। এগুলোর আনুমানিক মূল্য এক কোটি ৭২ লাখ ২৫ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলা ট্রিবিউনকে জানান, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মরিচা গ্রামের সিদ্দিক নামের এই যাত্রী সন্ধ্যায় ৬টায় রিয়াদ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। গোপন সূত্রে খবর পেয়ে ৮ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে তার সঙ্গে থাকা কালো পার্টস তল্লাশি করে ১০ তোলা ওজনের ২৮টি ও পাঁচ তোলা ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও আরেকটি প্যাকেট থেকে পাঁচটি চেইন ও একটি আংটি উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন তিন কেজি ৪৬৫ গ্রাম। মহাপরিচালক আরও জানান, জব্দ স্বর্ণের বার এবং স্বর্ণালঙ্কারগুলো ঢাকা কাস্টমস হাউসের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে। আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শুল্ক গোয়েন্দাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী সিদ্দিক জানান, বিমানের এক ব্যক্তি এয়ারপোর্টে বোর্ডিং ব্রিজের ভেতর তাকে ফোন করে বারগুলো নিয়ে যাওয়ার কথা। রিয়াদে হাসান নামের এক ব্যক্তি তাকে এসব স্বর্ণ দিয়েছেন বিমানের ওই ব্যক্তিকে দেওয়ার জন্য। সিদ্দিক রিয়াদের একটি ফলের বাগানে ১৬ বছর ধরে চাকরি করেন। স্বর্ণের বারগুলো বিমানের ওই ব্যক্তিকে দিতে পারলে তাকে কিছু টাকা দেওয়া হতো বলে জানান তিনি। টাকার লোভে তিনি এই কাজ করেছেন বলে জানান। তার কাছে ১৫টি ডাইক্লোরোফেনাক আম্পুলও পাওয়া যায়।