পদোন্নতি পেয়ে সুপার হচ্ছেন পিটিআইয়ের ২২ জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়দেশের প্রাইমারি টিচার ইনস্টিটিউটের (পিটিআই) ২২ জন সহকারী সুপারিনটেন্ডেন্টকে সুপারিনটেন্ডেন্ট পদে পদোন্নতি দিচ্ছে সরকার। শিগগিরই পদোন্নতির এ আদেশ জারি হবে। রবিবার (৫ নভেম্বর) বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) নাসরিন জাহান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ৫৯টি পিটিআইয়ের মধ্যে ৩৫টি পিটিআইয়ে নিয়মিত সুপারিনটেন্ডেন্ট কর্মরত রয়েছেন। বাকি ২২টি পিটিআইয়ে সহকারী সুপারিনটেন্ডেন্টদের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্টরা বর্তমানে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন। তাদেরই সুপার হিসেবে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাকি দুই পিটিআইয়ে সরাসরি সুপারিনটেন্ডেন্ট নিয়োগ দেওয়া হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) নাসরিন জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পদোন্নতি সংক্রান্ত কমিটি এসব পদের পদোন্নতির অনুমোদন করেছে। মন্ত্রীর টেবিলে ফাইল রয়েছে। মন্ত্রী ফাইল অনুমোদন দিলেই পদোন্নতির আদেশ জারি করবে মন্ত্রণালয়।’
জানা গেছে, দীর্ঘদিন ধরে দেশের ২৪টি পিটিআইয়ের সুপার বা সুপারিনটেন্ডেন্ট পদটি শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণে গত এপ্রিলের শেষ দিকে ২২ জন সহকারী সুপারিনটেন্ডেন্টকে চলতি দায়িত্ব দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন করা হয়। মন্ত্রণালয়ের আদেশ জারি করা হলেই তারা সুপারিনটেন্ডেন্ট পদে পদোন্নতি পাবেন।