অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে সংসদ সদস্য নূরজাহান মুক্তা

মুক্তিযোদ্ধা আবুল খায়েরের পাশে নূর জাহান মুক্তা এমপিরাস্তায় পড়ে থাকা অসুস্থ মুক্তিযোদ্ধা আবুল খায়েরের (৬৭) পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা। বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব নিয়ে নিজেই হাসপাতালে ভর্তি করেছেন তিনি।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে হৃদরোগে আক্রান্ত আবুল খায়েরের শয্যাপাশে বেশ কিছুক্ষণ অবস্থান করে তার খোঁজ-খবর নেন নূরজাহান বেগম মুক্তা। হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ চিকিৎসা দেওয়ারও আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা।

সাংবাদিকদের মুক্তা বলেন, ‘আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। আজ  তাদের অসুস্থতায় আমরা বসে থাকতে পারি না। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।’

তিনি জানান,ফেসবুকে একটি স্টাটাসের মাধ্যমে নজরে এলে মুক্তিযোদ্ধা আবুল খায়েরের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করেন তিনি। তিনি আরও জানান, চিকিৎসার জন্য হাসপাতালে আবুল খায়েরের হাতে ৫০ হাজার টাকা দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর একটি দৈনিকে ‘অসুস্থ মুক্তিযোদ্ধা আবুল খায়েরকে কে বা কারা রাস্তায় ফেলে গেছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

মুক্তা এমপি জানান, চাঁদপুরের শাহরাস্তি থানার আলীপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল খায়ের ব্যক্তিগত জীবনে একা। তার কাছের আত্মীয় বলে কেউ নেই। তিনি সিলেট ও শাহরাস্তি এলাকায় মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিলেন। ওই সময় তিনি ‘উল্কা খায়ের’ নামে সমধিক পরিচিত ছিলেন। দ্রুত গতিতে তিনি আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিতেন।

আরও পড়ুন: 

শাহজালালে দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেলো ৪টি উড়োজাহাজ!