‘দেশের মানুষের অধিকার ও মর্যাদার জায়গা তৈরি করতে হবে’

সুলতানা কামাল

‘যদি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে গর্ববোধ করি, তাহলে দেশের মানুষের অধিকার ও মর্যাদার জায়গা তৈরি করতে হবে। তা না হলে বড় বড় কথাগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে।’ শনিবার (১৮ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল এসব কথা বলেছেন।

ওয়ান বিলিয়ন রাইজিং-এর আয়োজনে ‘কেমন আছেন অভিবাসী নারী শ্রমিকেরা’ শীর্ষক গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এ শুনানিতে উপস্থিত ছিলেন সৌদি আরব ও জর্ডান থেকে ফিরে আসা নারী শ্রমিকরা। শুনানির সময় বিচারক প্যানেলের সামনে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তারা। শুনানিতে সাত জন বিদেশ ফেরত নারী নির্যাতনের শিকার হওয়ার বিবরণ দিয়েছেন। কিভাবে বিদেশ গিয়েছেন, কিভাবে আবার ফিরে এসেছেন-এসব কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তারা।

এসময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘যারা এখানে কথা বলেছেন, তারা তাদের নির্যাতনের মাত্রা কমিয়ে বলেছেন। যারা বাস্তবটা জানেন তাদের কাছে এটা কঠিন সত্য। নারী শ্রমিকদের কয়েকটি দেশে যেতে দেওয়া উচিত নয়। সেসব দেশে যে বেতন দেওয়ার কথা থাকে তা দেওয়া হয় না, আবার বেতন চাইলে শারীরিক-মানসিক যৌন নির্যাতন করা হয়।’