নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী শ্রমিক নিহত

লাশরাজধানীর তুরাগে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে জাহেদা বেগম (৪০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান,ময়নাতদন্তের জন্য জাহেদা বেগমের মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জাহেদা বেগমের স্বামী খাদেমুল ইসলাম জানান, উত্তরা ১৭ নম্বর সেক্টর দিয়াবাড়ী বেড়িবাঁধ এলাকায় বাংলাদেশ ওয়ার্ল্ড ইউনিভার্সিটির নির্মাণাধীন অষ্টম তলা ভবনে স্ত্রীসহ কাজ করি। সেখানে আমার স্ত্রী ভবনের নিচে ইট বাছাই করে স্টেক দিচ্ছিল। এসময় গ্রুব ক্রেনের মাধ্যমে ছয় তলায় ইট ওপরে উঠানোর কাজ চলছিল। তখন ক্রেনের ওপর থেকে কয়েকটি ইট নিচে পড়লে একটি জাহেদার মাথায় পড়ে। এতে সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত জাহেদা বেগমের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার পশ্চিম টেগআনী গ্রামে। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি মাত্র তিন দিন আগে এ কাজে আসেন।