শাহজালাল থেকে ৫৮টি স্বর্ণবার উদ্ধার, আটক ১

স্বর্ণবার উদ্ধাররাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৮ পিস স্বর্ণের বারসহ আলম নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। সোমবার (২০ নভেম্বর) সকালে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়।

উদ্ধার করা স্বর্ণের ওজন ৬ কেজি ৭০০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি ৩৫ লাখ টাকা। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম এ তথ্য জানান।  

সাইদুল ইসলাম জানান, আলম বাহরাইন হতে গালফ এয়ারের ফ্লাইটে বাংলাদেশে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রীন চ্যানেল এ তাকে স্বর্ণবহনের কথা জিজ্ঞাসা করলে তিনি তা অস্বীকার করেন। পরে তার সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যান করে কম্বলের ভিতর থেকে ৫৮ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়।

স্বর্ণবার উদ্ধারতিনি জানান, জিজ্ঞাসাবাদের সময় আলম জানিয়েছেন পেশায় তিনি একজন কন্সট্রাকশন শ্রমিক। তার বন্ধু হায়দার তাকে কম্বলটা দেয়। হায়দার এর বাহরাইনে সাইকেল মেরামতের দোকান আছে।

তিনি আরও জানান, আটক আলমের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক থানায় সোপর্দ করা হবে।