পুলিশের নির্যাতনে ঢামেক হাসপাতালে চামড়া ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

ঢামেকহাজারীবাগে গ্রেফতার হওয়া চামড়া ব্যবসায়ী শাহ আলম (৬৫) আদালতে অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের স্বজনদের অভিযোগ পুলিশের নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে।
নিহতের ভাগ্নে মানিক ও ভাতিজা লিটন অভিযোগ করে বলেন, ‘গত ১৯ নভেম্বর রাতে চামড়া ব্যবসায়ী এমএ রহমান গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এমএ রহমানের পরিবারের পক্ষ থেকে হাজারীবাগ থানায় শাহ আলম ও তার স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়। এরপর পুলিশ ১৯ নভেম্বর রাতে ৮/২ টালী অফিস হাজারীবাগের বাসার চতুর্থ তলা থেকে শাহ আলম ও তার দুই ছেলে এবং ভাতিজাসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়।’
তারা আরও বলেন, ‘বাসা থেকে আটকের পরই পুলিশ তাদের পেটাতে পেটাতে থানায় নিয়ে যায়। পুলিশের নির্যাতনে শাহ আলম অসুস্থ হয়ে পড়লে তাকে মঙ্গলবার সকালে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুরে আদালতে হাজির করা হয়। আদালতের কাঠগড়ায় শাহ আলম অসুস্থ হয়ে পড়লে বিচারক তাকে চিকিৎসার পরামর্শ দেন। এরপর প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে বিকাল সোয়া ৫টায় পুলিশ তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

ভাগিনা মানিক অভিযোগ করে বলেন, ‘এম এ রহমান লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের বাসিন্দা। তার সঙ্গে গ্রামের বাড়িতে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে এম এ রহমান গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মামলায় শাহ আলম ও তার স্বজনদের জড়িয়ে দেওয়া হয়। ১৯ নভেম্বর রাতে হাজারীবাগ থানা পুলিশ ব্যবসায়ী শাহ আলম ও তার দুই ছেলে ওসমান গনি, মুরাদ এবং দুই ভাতিজা রিয়াদ ও সোহাগকে আটক করে। পরদিন তাদের আদালতে হাজির না করে থানায় আটকে রেখে নির্যাতন চালানো হয়।’

পুলিশের নির্যাতনে ব্যবসায়ী শাহ আলম মারা গেছেন, স্বজনদের অভিযোগ প্রসঙ্গে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। যে ব্যবসায়ী মারা গেছেন তিনি একজন বয়স্ক মানুষ। তাকে নির্যাতনের প্রশ্নই আসে না। পুলিশ নির্যাতন করেছে বলে যে অভিযোগ করা হচ্ছে সেটা কী তারা দেখেছে?’

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য ওই ব্যবসায়ীর মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।