জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার নিন্দা জমিয়তে উলামায়ে হিন্দের

জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদপবিত্র শহর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলমানদের বৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। বৃহস্পতিবার জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল  মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিস্ফোরক সিদ্ধান্ত পুরো মুসলিম বিশ্বে উদ্বেগ সৃষ্টি করেছে।’

তিনি আরও বলেন, ‘ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করেছে এবং বিশ্ববাসীর আবেগ অনুভূতির প্রতি ভ্রূক্ষেপ করেনি। এই সিদ্ধান্তে শান্তিকামীরা হতাশ হয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্ত কি জেরুজালেমের ওপর ইসরায়েলের অবৈধ দখলদারিত্বকে সঠিক বলে প্রমাণিত করে?’

মাওলানা মাদানী জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জাতিসংঘ যেন এই বিষয়ে জরুরি বৈঠকের আয়োজন করে জাতিসংঘের নীতিমালা অনুযায়ী বাইতুল মুকাদ্দাসকে পুনরায় তার মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে।’ এই ইস্যুতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখার বিষয়ে বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

মাওলানা মাদানী আরও বলেন, ‘এটা দিবালোকের ন্যায় স্পষ্ট যে, শুধু ফিলিস্তিনের নয়, বরং পুরো মুসলিম বিশ্বের আবেগ ও অনুভূতির জায়গা বাইতুল মুকাদ্দাস। জেরুজালেমের ওপর ইসরায়েল তাদের অবৈধ হস্তক্ষেপ করে রেখেছে। বিগত বছর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেস্কো) মসজিদে আকসা ও আল-বারাককে মুসলমানদের বলে ঘোষণা দিয়েছে। এজন্য বর্তমান পরিস্থিতিকে স্থিতিশীল করার দায়িত্ব জাতিসংঘের ওপরই বর্তাবে। জমিয়তে উলামায়ে হিন্দ মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন বলে মনে করে জমিয়ত।’