জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির প্রতিবাদে মানববন্ধন

প্রেসক্লাবে মানববন্ধন

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির দেওয়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্রসেনা ও খেলাফত মজলিস। 

মানববন্ধন আয়োজনকারী সংগঠনগুলোর দাবি, ‘জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা হয়েছে।’

প্রেসক্লাবে মানববন্ধন

ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় নেতারা বলেন, ‘কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপচেষ্টা করলে তার সমুচিত জবাব দেওয়া হবে। আর বসে থাকা নয়, এবার ইসরায়েলকে সমুচিত জবাব দেওয়ার প্রস্তুতি নিন।’

ইসলামী ফ্রন্টের নেতারা বলেন, ‘প্রিয় নবীর মিরাজের স্মৃতিবিজড়িত বায়তুল মুকাদ্দাসকে ধ্বংস করার নীলনকশা বাস্তবায়নের রূপকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জনমত গড়ে তুলতে হবে।’

খেলাফত মজলিসের নেতারা যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। 

প্রেসক্লাবে মানববন্ধন

প্রসঙ্গত, বুধবার (৬ ডিসেম্বর) জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের কূটনৈতিক অভ্যর্থনা কক্ষে দেওয়া ভাষণে ট্রাম্প এ ঘোষণা দেন।