সোহরাওয়ার্দীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মঞ্চের প্রজেক্ট প্ল্যান চেয়ে করা আবেদন খারিজ

High-Court-1_2রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্থানে মঞ্চ পুনর্নির্মাণ করে সেখানে তার ভাস্কর্য নির্মাণের প্রজেক্ট প্ল্যান চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে, ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানির জন্য আগামী ৪ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।  

সোমবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ড. বশির আহমেদ। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামীপন্থী আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন তাপস কুমার বিশ্বাস।

পরে বশির আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রজেক্ট প্ল্যান সাবমিটের জন্য আদালতের কাছে আদেশ চেয়েছি। কিন্তু আদালত বলেছেন, আগে সরকারপক্ষের বক্তব্য শুনি, তারপর এ বিষয়ে পরবর্তী আদেশ দেবো। এরপর আদালত আবেদনটি খারিজ করে রুলের শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।’

সংস্কৃত মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের ওই রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।

একইসঙ্গে, রুল জারির পর এ বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা মঙ্গলবার প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ এ শুনানি হয়