নব্য জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা ‘মামু’ গ্রেফতার

আবদুস সামাদ ওরফে মামু ওরফে অরিফনব্য জেএমবির অন্যতম এক প্রতিষ্ঠাতা আবদুস সামাদ ওরফে মামু ওরফে অরিফকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এসময় সেখান থেকে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। বুধবার দিবাগত রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে অন্য দুই জনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়ে বলেন, ‘আটক জঙ্গিদের কাছ থেকে একটি বন্দুক, ৫ রাউন্ড গুলি , ২শ’ পিস ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।’

সিটিটিসির একটি সূত্র জানিয়েছে, আবদুস সামাদ ওরফে মামু পুরাতন জেএমপির অন্যতম সক্রিয় সদস্য ছিল। ২০১৩ সালের ৫ অক্টোবর বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরী ঢাকায় আসে। পরে সে প্রথম চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা এই সামাদের সঙ্গে যোগাযোগ করেছিল। সামাদ ও তামিম প্রথমে জুনুদ আল তাওহিদ ওয়াল খলিফা নামে একটি সংগঠনও গড়ে তুলেছিল। সেই সংগঠন থেকেই ইরাক ও সিরিয়ায় কথিত জিহাদী পাঠানোর চেষ্টা করা হতো। পরবর্তীতে ওই সংগঠন বাদ দিয়ে তারা দু’জন পুরনো জেএমবির সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে নব্য জেএমবি হিসেবে আত্মপ্রকাশ করে।
সিটির একজন কর্মকর্তা জানান, সামাদ শুরু থেকেই দেশের বাইরে থাকা জঙ্গি সদস্যদের সঙ্গে যোগাযোগের বিষয়টি দেখভাল করতো। তামিমের পর সামাদই সিরিয়ায় যুদ্ধ করতে যাওয়া বাংলাদেশি জঙ্গি এটিএম তাজউদ্দিনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।

আরও পড়ুন:
টার্গেট চার শীর্ষ জঙ্গি