মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল

মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢলজাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাতটার এ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এরপরই সাধারণ মানুষের জন্য শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ফটক উন্মুক্ত করে দেওয়া হয়।

মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল

এসময় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আসতে থাকে। প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নাল আবেদীন ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. অধ্যাপক ড. আখতারুজ্জামান এসেছিলেন বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে।

মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল

বিভিণ্ন সংগঠনের বাইরেও অনেক মানুষের ভিড় জমে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। কেউ এসেছেন ব্যক্তিগত আগ্রহ থেকে, কেউ এসেছেন ইতিহাসের দায় মেটাতে। নীরবে দাঁড়িয়ে শোক প্রকাশ করতেও দেখা গেছে অনেক মানুষকে। তবে এসময় বেদিতে জুতা পায়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেক মানুষকে।