সিলেট কওমি বোর্ডের মহাসচিব আব্দুল বাসিত বরকতপুরী আর নেই

আব্দুল বাসিত বরকতপুরী (ছবি: সংগৃহীত)সিলেটের আঞ্চলিক কওমি মাদ্রাসা বোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তা’লিম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস আব্দুল বাসিত বরকতপুরী আর নেই। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ কওমিপন্থী আলেমরা।
জমিয়তে উলামায়ে নেতা মাওলানা ফজলুল করীম জানান, শনিবার সন্ধ্যায় অসুস্থ বোধ করলে আব্দুল বাসিত বরকতপুরীকে সিলেটে উপশহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আবদুল বাসিতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
মাওলানা আবদুল বাসিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগরীর সভাপতি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন। তিনি বলেন, ‘মাওলানা আবদুল বাসিত ছিলেন একজন বিচক্ষণ আলেম। কওমি শিক্ষা বিস্তারে তার অবদান প্রশংসনীয়।’
প্রখ্যাত এই আলেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম। দলটির সভাপতি আব্দুল মোমিন শায়খ ও মহাসচিব মাওলানা নূর হোসেন কাসেমী শোকবার্তায় বলেন, ‘তিনি ছিলেন একজন দায়িত্বশীল ও দরদী আলেম। তাঁর মতো পরিপক্ব আলেমের শূন্যতা পূরণ হওয়ার নয়।’
এদিকে মাওলানা আব্দুল বাসিত বরকতপুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।