সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলের পথে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দল

ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের জাজান প্রদেশের চিহ্নিত এলাকাটিতে ঘটে সড়ক দুর্ঘটনা। এতে ১০ বাংলাদেশি শ্রমিক নিহত হন।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশে ১০ বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্ধার প্রক্রিয়া তদারকি ও  হতাহতদের পরিচয় নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। এরইমধ্যে দূতাবাসের জেদ্দা কনস্যুলেট থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে রওনা হয়ে গেছে। জেদ্দার কনস্যুলেট জেনারেলের বরাত দিয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেসউইং কর্মকর্তা ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফখরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, দুর্ঘটনাটি ঘটে গতকাল শনিবার (৬ জানুয়ারি) সকালে। কিন্তু, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় খবরটি পরে পাওয়া গেছে। গতকাল সকাল ৮টায় একটি ট্রাকে করে ২০ বাংলাদেশি কাজে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও দু’জন মারা যান।

প্রেস উইং কর্মকর্তা আরও জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করার জন্য তাৎক্ষণিকভাবে জেদ্দা কনস্যুলেট থেকে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি পরিদর্শন করার পর সবকিছু নিশ্চিত হয়ে পরবর্তীতে জানানো হবে।

বেসরকারিভাবে অনেকের নাম পাওয়া যাচ্ছে, আপনারা তা নিশ্চিত করছেন কিনা জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, স্থানীয় গণমাধ্যম ও প্রবাসীদের মাধ্যমে বেশ কিছু নাম আমরাও শুনেছি। তবে নিশ্চিত না হওয়া পর্যন্ত দূতাবাসের পক্ষ থেকে কোনও কিছু বলা সম্ভব নয়। আমাদের প্রতিনিধিরা নিশ্চিত করার পরই আমরা হতাহতদের নাম-পরিচয় প্রকাশ করবো। এলাকাটি দুর্গম এবং ইয়েমেন সীমান্তবর্তী। সেখানে বেশ কিছু নিয়ম মেনে দূতাবাস কর্মীদের যেতে হয়। তাই এই প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত