বেসরকারি হাসপাতালগুলোতেও বিনামূল্যে থ্যালাসেমিয়ার রক্ত পরীক্ষা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

দেশের বেসরকারি হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে থ্যালাসেমিয়া রোগের রক্ত পরীক্ষা বিনামূল্যে করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি জানান, সরকার শীঘ্রই এই উদ্যোগ গ্রহণ করবে।

আজ সোমবার জাতীয় জাদুঘরে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত থ্যালাসেমিয়া সচেতনতা কার্যক্রমের উদ্বোধনীর সময় একথা বলেন তিনি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

গতকাল জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংসদে যে অঙ্গ প্রতিস্থাপন আইনটির বিল পাস হয়েছে এই আইনে কিছু বিধি নিষেধ রয়েছে। এখন শুধু সরকারি হাসপাতালগুলোতে অঙ্গ প্রতিস্থাপন করা যাবে। কোনও বেসরকারি হাসপাতাল এই অঙ্গ প্রতিস্থাপন করতে চাইলে তাকে অবশ্যই আগে সরকারের অনুমতি নিতে হবে। 

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে।