নিউ মার্কেটের ভেতর সব ধরনের পার্কিংয়ে নিষেধাজ্ঞা

আদালত

রাজধানীর নিউমার্কেটের ভেতর সব ধরনের গাড়ি পার্কিংয়ের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।  সোমবার (১৫ জানুয়ারি) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এর আগে নিউ মার্কেটের ভেতর থেকে অবৈধ পার্কিংয়ের কয়েকটি ছবি সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন মানবাধিকার সংগঠন 'সমাজের প্রতি যুব উদ্যোগ' এর সভাপতি আইনজীবী ইমতিয়াজ আহমেদ।

পরে আইনজীবী এ বি এম আলতাফ হোসেন বলেন, রাজধানীর নিউ মার্কেটের ভেতর অবৈধ পার্কিং নিয়ে দায়ের করা রিটের শুনানি নিয়ে হাইকোর্ট মার্কেটটির ভেতরে সব ধরনের পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। একইসঙ্গে আদালত দুটি রুল জারি করেছেন। 

ওই রিটে এলজিআরডি মন্ত্রণালয় সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহীসহ মোট ছয়জনকে বিবাদী করা হয়েছে।

হাইকোর্ট তার জারি করা রুলে নিউ মার্কেটের ভেতর পার্কিং বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন। এছাড়াও পৃথক রুল জারির মাধ্যমে নিউ মার্কেটের ভেতর অবৈধ পার্কিং রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় ডিএসসিসি'র প্রধান নির্বাহীর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের ওই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।