প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিনামূল্যের বই বিক্রির অভিযোগ তদন্তের নির্দেশ

মন্ত্রণালয়ের নির্দেশের কপিরাজধানীর গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন মিলনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিনামূল্যের সরকারি বই বিক্রির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালককে তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিনিয়র সহকারী সচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

আদেশে জানানো হয়, রাজধানীর দক্ষিণ গোড়ানের শেখ শহিদুল ইসলাম গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন মিলনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও বিনামূল্যের সরকারি বই বিক্রি করেন। এই অভিযোগ তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।