ঢাবি-ঢামেক শিক্ষার্থীদের সংঘর্ষ, যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসনকে মারধর

 

ঢামেকে চিকিৎসাধীন আব্দুল লতিফরাজধানীর বকশীবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) শিক্ষার্থীদের সংঘর্ষের সময় যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসনকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে শিক্ষার্থীরা। আহত ক্যামেরাপারসন আব্দুল লতিফ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে রাত ৩টার দিকে ফুলার রোড থেকে পরিত্যক্ত অবস্থায় তার ক্যামেরাটি উদ্ধার করা হয়। তবে ক্যামেরার মেমোরি কার্ডটি পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে খাবার হোটেলের টেবিলে বসাকে কেন্দ্র করে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। এর জের ধরে পরে ঢামেকের ফজলে রাব্বি হলে হামলা চালায় ঢাবির শিক্ষার্থীরা। তখন ভিডিও ধারণ করছিলেন যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন লতিফ। এসময় শিক্ষার্থীরা তাকে টেনে বুয়েট সড়কে নিয়ে যায়। সেখানে মারধর করে তার ক্যামেরা ছিনিয়ে পালিয়ে যায় তারা।

যমুনা টেলিভিশনের রিপোর্টার আহমেদ রেজা বলেন, ‘আমাদের ক্যামেরাপারসন লতিফকে মেরে ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।’
এ বিষয়ে ডিএমপি লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘সংঘর্ষের এক পর্যায়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। কে বা কারা এ কাজ করেছে তাদের চিহ্নিত করা চেষ্টা চলছে।’