রাজধানীতে পাঁচ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


রাজধানীর কদমতলীতে একটি ভবনে রঙয়ের কাজ করার সময় পাঁচ তলা থেকে পড়ে বাচ্চু মিয়া (৪০) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, ওই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতের শ্যালক মো. আরিফ হোসেন জানান, ভগ্নিপতি বাচ্চু যাত্রাবাড়ীর ৪৬৪ মীর হাজীরবাগে ভাড়া থাকতেন। তিনি রঙয়ের কাজ করতেন। বৃহস্পতিবার সকালে কদমতলী থানার শ্যামপুর এলাকার একটি ওষুধ কোম্পানির পুরাতন ভবনে রঙয়ের কাজ করার সময় পাঁচ তলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল তিনটায় মারা যান তিনি।

নিহত বাচ্চু পাবনা জেলার সুজানগর উপজেলার বনকোলা গ্রামের মো. আবেদ আলী প্রামানিকের ছেলে।