বাংলাদেশে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের প্রথম বর্ষপূর্তি উদযাপন

বর্ষপূর্তি উদযাপনশ্রীলঙ্কান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরুর এক বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে অতিসম্প্রতি এয়ারলাইন্সটির ঢাকার বনানী অফিসে কেক কেটে দিনটি উদযাপন করেছেন এর কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন শ্রীলঙ্কান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার শেরমাল পেরেরা, বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ)-এর চেয়ারম্যান মাহবুবুল আনাম, ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার অরুনা রাতনায়াকেসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন ট্র্যাভেল এজেন্সি, এয়ারলাইন্স ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা বাংলাদেশে এক বছর সফল কার্যক্রম পরিচালনা করার জন্য অভিনন্দন জানান।
বাংলাদেশে শ্রীলঙ্কান এয়ারলাইন্স প্রতিদিন ফ্লাইট পরিচালনা করে। ঢাকা থেকে প্রতিদিন দুপুর ১টায় বিমানটি ছেড়ে যায়। কলম্বো থেকে প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে বেলা সাড়ে ১১টায় বিমানটি ঢাকায় এসে পৌঁছে। বর্তমানে বিশ্বের ৪৮টি দেশের ১০৩টি গন্তব্যে বিমানটি সেবা দিচ্ছে।