খালেদা জিয়ার ডিভিশন: আদালতের আদেশের কপি কারাগারে পৌঁছে দিয়েছেন আইনজীবী

খালেদা জিয়া (ফাইল ছবি)জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ডিভিশন দিতে আদালতের আদেশের কপি কারাগারে পৌঁছে দিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে ওই আদেশের কপি পৌঁছানোর পর কারাগার থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সানাউল্লাহ মিয়া বলেন, ‘মামলার রায়ে খালেদা জিয়া ডিভিশন পাননি। কিন্তু জেল কোডের ৬১৭ ধারা অনুযায়ী তিনি ডিভিশন পাওয়ার দাবিদার। জেল সুপার তাকে ডিভিশন দিতে পারতেন। পরে আমরা এ বিষয়ে আদালতে আবেদন করেছি। আদালত আবেদন মঞ্জুর করে জেলখানায় পাঠিয়ে দিয়েছেন। এরপর আমরা ডিআইজি প্রিজনের সঙ্গে সাক্ষাৎ করেছি, আদালতের আদেশ জেলখানায় পৌঁছে দিয়েছি।’
সানাউল্লাহ মিয়া আরও বলেন, ‘আমরা আগেই বলেছি, খালেদা জিয়ার পায়ে সমস্য আছে, তার চলাফেরা করতে সমস্যা হয়। এজন্য তিনি একজন সহকারী পেতে পারেন। এটিও জেল কোডে বলা আছে। আদালত এটার অনুমতিও দিয়েছেন।’
খালেদা জিয়ার জামিন আবদেন প্রসঙ্গে তার আইনজীবী বলেন, ‘আমরা বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি) রায়ের নকলের (সার্টিফায়েড কপি) জন্য আবেদন করেছি। এখনও তা হাতে পাইনি। আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) নকল পেতে পারি। পেলে আমরা আপিল ফাইল করব এবং জামিনের আবেদন করব।’
এর আগে, খালেদা জিয়ার ডিভিশনের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় কারা কর্তৃপক্ষ। কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, ‘আইনজীবীরা একটি আবেদন দিয়ে গেছেন। আমরা সেটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি সরকারের বিবেচনার জন্য।’
রবিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আদালতের রায় অনুযায়ীই খালেদা জিয়ার থাকার ব্যবস্থা করা হচ্ছে। ভিআইপি হিসেবে খালেদা জিয়া কেন ডিভিশন পাচ্ছেন না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের রায়ে যেভাবে বলা আছে সেভাবেই করা হচ্ছে এবং করা হবে।
খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত পুরনো কারাগারে কেন একমাত্র বন্দি হিসেবে রাখা হয়েছে— এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুইবারের প্রধানমন্ত্রী। উনি সাবেক এমপি। একটি বড় দলের চেয়ারপারসন। উনার এসব সামাজিক মর্যাদা বিবেচনা করেই প্রথম দিন থেকেই তাকে সেরকম মানসম্পন্ন জায়গায় রাখা হয়েছে।’
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। সেদিন রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি হিসেবে নিয়ে যাওয়া হয়। গত চারদিন ধরে একমাত্র আসামি হিসেবে তিনি এই কারাগারের একটি কক্ষে রয়েছেন।
আরও পড়ুন-
ডিভিশন কে পাবেন, বিধি কী বলে
‘জেল কোড অনুযায়ী খালেদা জিয়া সাধারণ বন্দি’

খালেদা জিয়ার ডিভিশনের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

কারাগারের ডে কেয়ার সেন্টারে আছেন খালেদা জিয়া

জেল কোনও আরাম আয়েশের জায়গা নয়: ওবায়দুল কাদের

আদালতের রায় অনুযায়ী খালেদা জিয়ার থাকার ব্যবস্থা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী