২৭৭ নন-ক্যাডার মেডিক্যাল অফিসারের চাকরি স্থায়ী হলো





স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়২৭৭ জন নন-ক্যাডার মেডিক্যাল অফিসারের চাকরি স্থায়ী করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এই চিকিৎসকরা স্বাস্থ্য সার্ভিসে ২০১০ ও ২০১১ সালে এডহক ভিত্তিতে নিযুক্ত হন। পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে তাদের নিয়মিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এই কর্মকর্তাদের চাকরি স্বাস্থ্য অধিদফতরের প্রথম শ্রেণির (নন-ক্যাডার মেডিক্যাল) কর্মকর্তা নিয়োগ বিধিমালা ২০১০-এর বিধি ৫-এর উপবিধি ২ক মোতাবেক যোগদানের তারিখ থেকে স্থায়ী করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন যুগ্মসচিব এ কে এম ফজলুল হক।