মিরপুরে রাজউকের অভিযানে ৭ ভবনের কার পার্কিং উদ্ধার

মিরপুরে রাজউকের উচ্ছেদ অভিযাননকশাবহির্ভূত ও আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধে রাজধানীর মিরপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

অভিযানে একটি নির্মাণাধীন ভবনসহ সাতটি ভবনের নিচতলা এবং কার পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত সাতটি দোকান ও ১১টি কক্ষ ভেঙে কার-পার্কিংয়ের জায়গা উদ্ধার করা হয়।

বুধবার মিরপুরের শেওড়াপাড়া ও আগারগাঁও এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, পরিচালক খন্দকার অলিউর রহমান এবং অঞ্চল-৩ এর অথরাইজড অফিসার মোবারক হোসেন এ অভিযান পরিচালনা করেন।

রাজউকের উচ্ছেদ অভিযানঅভিযানে রাজউকের সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস মিয়া, প্রধান ইমারত পরিদর্শক মশিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রাজউকের আওতাধীন আবাসিক এলাকায় যেসব প্লট, ভবন এবং ফ্ল্যাটে অননুমোদিত ও অবৈধভাবে গেস্ট হাউস, রেস্তোরাঁ, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র‌্যাম্প নির্মিত হয়েছে সেগুলো উচ্ছেদে নিয়মিত অভিযান চালাচ্ছে রাজউক।