মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানাতে হটলাইন ‘১৬১০৮’

 


জাতীয় মানবাধিকার কমিশনমানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ জানাতে হটলাইন চালু করতে যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। আগামী ১ মার্চ থেকে এ হটলাইন চালু হবে।






বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সভায় এ তথ্য জানান কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
তিনি বলেন, ‘দেশে যেমন উন্নয়ন হচ্ছে, তার সঙ্গে মানবাধিকার লঙ্ঘনও বাড়ছে। শিশুদের প্রতি সহিংসতা দিন দিন বেড়েই চলছে। সব ধরনের মানবধিকার লঙ্ঘনের অভিযোগ জানাতে কমিশন একটি হটলাইন নম্বর চালুর উদ্যোগ নিয়েছে। আগামী ১ মার্চ থেকে এ হটলাইন চালু হবে। প্রাথমিকভাবে অভিযোগগুলো রেকর্ড করা হবে এবং পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।’