রাজধানীতে প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য আটক

র‌্যাবের হাতে আটক রেদোয়ান ও বেলালরাজধানীতে প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-২। ইন্দিরা রোডের ঢাকা ওরিয়েন্টাল কলেজ গেটের সামনে থেকে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো- রেদোয়ান আহম্মদ (২৪) ও বেলাল হোসাইন (২৩)।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফিরোজ কাউসার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুজনই ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তারা বর্তমানে ড্যাফোডিলের ধানমন্ডি ক্যাম্পাসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে নবম ও দশম সেমিস্টারে পড়ছে।’

আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা প্রশ্নপত্র, মোবাইল ফোন ও নগদ টাকাফিরোজ কাউসার বলেন, ‘তারা দুজন আগে থেকেই  ‘Chemistry- 2018’ গ্রুপের সঙ্গে যুক্ত ছিল। পরবর্তীতে এই গ্রুপের অ্যাডমিনের মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছে তা বিক্রি করতো। টাকা নিতো বিকাশের মাধ্যমে।’

এই দুজনের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তাও জানার চেষ্টা চলছে। এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত মূল হোতাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাব-২ এর এই কর্মকর্তা।