শ্যামলীতে দগ্ধ নিরাপত্তাকর্মীর মৃত্যু

অগ্নিদগ্ধ

রাজধানীর শ্যামলীতে অগ্নিকাণ্ডে দগ্ধ নিরাপত্তাকর্মী উসমান আলীর (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেন।

উসমান আলী ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পাতাম গ্রামের ফজর আলীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

উসমানের স্ত্রী নাসিমা বেগম বলেন, ‘আমার স্বামী রাজধানীর শ্যামলী ২ নম্বর রোডে একটি ৭তলা ভবনে নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করতেন। ওই ভবনের নিচতলাই থাকতেন তিনি।’

এসআই বাচ্চু মিয়া জানান, ৭তলা ভবনের নিচতলার গার্ড-রুমে ঘুমিয়ে ছিলেন উসমান। সেখানে আগুন লাগলে তিনি দগ্ধ হন। তার চিৎকারে পরে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকালে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, উসমানের শরীরের ৮০ শতাংশই দগ্ধ হয়েছিল।