বিএনপি নেতা আলালসহ ৫০ জন কারাগারে

কারাগার

রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৫০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার আরও ৮ জন আসামিকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৫ ফেব্রয়ারি) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন। পল্টন থানার সাধরণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়া কারাগারে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন– বিএনপির সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ওরফে বাবুল, কামরুদ্দিন এহিয়া খান মজলিস, রাশেদা বেগম হিরা, অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী প্রমুখ। কারাগারে যাওয়া ৫০ আসামির মধ্যে ২৬ জন নারী রয়েছেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন– বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর বডিগার্ড হুমাউন কবীর, বিএনপিকর্মী মো. লিটন, খোরশেদ আলম, আব্দুর রহিম হাওলাদার সেতু, ফারুকুজ্জামান জুয়েল, মো. রাসেল, আব্দুল কাদের, ফয়সাল আহমেদ চৌধুরী।

এর আগে রবিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মো. আরশাদ হোসেন জানান, আলালসহ ৫০ জনকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে  রাখার এবং ৮ জনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়।

আদালতে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন তৈমুর আহমেদ, জসিম উদ্দিন, সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ। শুনানি শেষে আইনজীবীরা জানান, ৮ জন আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অবশিষ্ট ৫০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

গত শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি থেকে তাদের আটক করে পুলিশ।