নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে





আইবিসি’র মানববন্ধনকর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ( ৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের পোশাক শিল্পসহ সবক্ষেত্রেই নারী শ্রমিকরা দুর্ব্যবহারসহ নানা রকম শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হচ্ছে। কোনও কোনও নারী শ্রমিক প্রতিবাদ করতে গেলে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে।
তারা বলেন, বাংলাদেশে শ্রম আইনে বলা আছে পদমর্যাদা যা-ই হোক, কোনও নারীর মর্যাদাহানি হয়, এমন কথা বলা যাবে না। অথচ অহরহ সেই ঘটনা ঘটছে। মহামান্য হাইকোর্ট থেকে ২০০৯ সালে ‘অ্যান্টি-হ্যারাজমেন্ট কমিটি’ গঠনের কথা বলা হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। হাইকোর্টের এই নির্দেশনা বাস্তবায়নে তারা সরকারি পদক্ষেপসহ সহিংসতা বন্ধে সুনির্দিষ্ট আইনের দাবি জানান।
মানবব্ন্ধনে উপস্থিত ছিলেন আইবিসির চেয়ারম্যান মজিবুর রহমান ভুঁইয়া, মহাসচিব তৌহিদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।