তিন শিক্ষক নেতা আটক




শিক্ষকদের আন্দোলন (ফাইল ছবি)জাতীয়করণসহ ১১ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতা আসাদুল হকসহ তিন জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মার্চ) রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে তাদের আটক করা হয় বলে জানান বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) দফতর সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম। তবে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান দাবি করেন, ‘আটক বলা যাবে না, শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলার জন্য আনা হয়েছে। মহাসমাবেশের অনুমতি নেই, সে বিষয়ে কথা বলা হচ্ছে।’
অধ্যাপক নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার (১৪ মার্চ) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের আয়োজন নিয়ে কথা বলার জন্য তাদের শহীদ মিনার চত্বর থেকে আটক করা হয়েছে। শিক্ষক নেতা আসাদুল হককে আটকের কথা শুনে শাহবাগ থানায় জড়ো হন আরও প্রায় ২৫ জন শিক্ষক নেতা।
মঙ্গলবার রাত পৌনে ১১টা দিকে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ২৫-৩০ জন শিক্ষক রয়েছেন থানায়।
অধ্যাপক নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ আসাদুল হকসহ তিন জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে গেলে সেখানে আরও শিক্ষক জড়ো হন। আসাদুল হককে ছেড়ে দিচ্ছে না পুলিশ। পুলিশ বলছে সমাবেশ বন্ধ করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হবে। তবে থানায় আটক আসাদুল হক পুলিশকে জানিয়েছেন, সমাবেশ বন্ধ করা সম্ভব হবে না।’

মঙ্গলবার থেকে সারাদেশে অবিরাম ধর্মঘট শুরু করেন শিক্ষকেরা। ‘শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি’র ব্যানারে বুধবার (১৪ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক মহাসমাবেশ আহ্বান করা হয়। মঙ্গলবার বিকালে সংগ্রাম কমিটির সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হক জানান সমাবেশের প্রস্তুতি সম্পন্ন। মহাসমাবেশ শুরু হওয়ার কথা সকাল ৯টা থেকে।

এদিকে, এই মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষক নেতারা ঢাকায় আসেন। আন্দোলনে অংশ নিতে শিক্ষকদের অনেকেই ঢাকায় রওনা দিয়েছেন বলে জানান শিক্ষক নেতারা।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘আমাদের অনেক শিক্ষককে ঢাকায় আসতে দেওয়া হচ্ছে না। বরিশাল থেকে ২০টি লঞ্চে যে শিক্ষকরা আসছেন তাও জেনেছে পুলিশ। তারা হয়তো সমাবেশে আসতে পারবে না।’