ইউএস বাংলার ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট বন্ধ

ইউএস বাংলার ঢাকা কাঠমান্ডু ফ্লাইট বুধবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এয়ারক্রাফটের স্বল্পতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।

ইউএস বাংলার বিমানবুধবার তিনি বাংলা ট্রিবিউনকে জানান, আমাদের এয়ারক্রাফট স্বল্পতার কারণে আজ থেকে (বুধবার, ১২ মার্চ) ফ্লাইট বন্ধ রয়েছে। কবে নাগাদ নতুন করে ফ্লাইট চালু হবে এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না।

ইউএস বাংলা সূত্রে আরও জানা যায়, এরইমধ্যে যারা নেপাল যাওয়ার জন্য বুকিং দিয়েছিলেন তাদের টিকেটের টাকা বনানী অফিস থেকে টাকা ফেরত দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লাশ হস্তান্তরে দীর্ঘসূত্রতার আশঙ্কা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলো ইউএস বাংলা

গত ১২ মার্চ সোমবার চারজন ক্রু ও ৬৭ যাত্রী, সব মিলিয়ে ৭১ জন আরোহী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়েছেন।