৬ ঘণ্টা পর আটককৃতদের মুক্তি, অবরোধ তুলে নিলো বিক্ষোভকারীরা

কোটা সংস্কার আন্দোলন থেকে আটককৃতদের ছেড়ে দিয়েছে পুলিশ। এরপর রাস্তা অবরোধ তুলে নিয়েছেন বিক্ষোভকারীরা। বুধবার সন্ধ্যায় রাজধানী শাহবাগে এক ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে আটককৃতদের মুক্তির সংবাদ পেয়ে রাস্তা অবরোধ তুলে নেওয়া হয়।

আটক শিক্ষার্থীদের মুক্তির পর মিছিলআটককৃতরা ফিরে এলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন আন্দোলনকারীরা। পরে একটি আনন্দ মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনের রাস্তায় অবস্থিত রাজু ভাস্কর্যের পাদদেশে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

মুক্তি পাওয়া আন্দোলনকারী হাসান আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ বিভীষিকার মধ্যে ছিলাম, শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম আমরা। কিন্তু পুলিশ আমাদের আটক করে রাখে। থানায় আমাদের এক ফোঁটা পানিও খেতে দেয়নি পুলিশ।’

আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলন: দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৬৩

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এই ঘটনায় ৬৩ জনকে আটক করে পুলিশ। পরে শিক্ষার্থীদের মুক্তির দাবিতে শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা।