খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১

খিলগাঁওঢাকায় চোখের চিকিৎসা করাতে এসে ট্রেনের ধাক্কায় মো. আব্দুর রশিদ (৪১) নামে স্কয়ার ফার্মাসিটিক্যালের সিনিয়র মার্কেটিং কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার বিকালে ময়নাতদন্ত শেষে স্বজনেরা নিহতের লাশ নিয়ে গেছেন। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে খিলগাঁওয়ের বাগিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাগিনা নাঈম জানান, গত শুক্রবার তিনি স্বপরিবারে তাদের খিলগাঁওয়ের বাসায় আসেন। আগামীকাল সোমবার স্কয়ার হাসপাতালে তার চোখের ছানি অপারেশনের কথা ছিল। সকাল ১১টার দিকে তার ছোট ছেলে আবরারকে (৮) নিয়ে বাইরে হাঁটতে বের হয়েছিলেন। পরে বাগিচা এলাকা দিয়ে রেললাইন পার হওয়ার সময় বিমানবন্দরগামী ট্রেনের ধাক্কায় ছিটকে পরে গুরুতর আহত হন তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. রেজাউল দুপুর আড়াইটার দিকে মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পাঞ্জিরপাড় গ্রামের হাজী আবুল হাসেমের ছেলে। তিনি বর্তমানে নোয়াখালীর চাটখিলে থাকতেন। সেখানে স্কয়ার ফার্মাসিটিক্যালের মার্কেটিং অফিসার হিসেবে কাজ করতেন। তিনি চোখের অপারেশনের জন্য ঢাকায় আত্মীয়ের বাসায় উঠেছিলেন।