ফেব্রুয়ারিতে সেরা প্রতিবেদক যারা

(বাঁ থেকে ঘড়ির কাঁটার মতো) শেখ শাহরিয়ার জামান, নাসিরুল ইসলাম, মুনজের আহমদ চৌধুরী, কুদরতে খোদা সবুজ ও আবদুল আজিজভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রতি মাসে পুরস্কার দিয়ে থাকে বাংলা ট্রিবিউন। এই অনলাইন নিউজ পোর্টালে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য এডিটর্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ও সেরা প্রতিবেদকদের নাম ঘোষণা করা হয়েছে। বিজয়ীরা পাবেন নগদ অর্থ ও প্রশংসাপত্র।

ব্রেকিং, সর্বাধিক পঠিত, সেরা প্রতিবেদন ও মফস্বলের সেরা প্রতিবেদন বিভাগে পুরস্কৃতদের নাম ঘোষণা করেছেন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। এ সময় ছিলেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ ও চিফ নিউজ এডিটর দুলাল আহমদ চৌধুরী।

এ বছরের ফেব্রুয়ারিতে সেরা হয়েছেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান, দিল্লি প্রতিনিধি রঞ্জন বসু, ফটো সাংবাদিক নাসিরুল ইসলাম, কক্সবাজার প্রতিনিধি আবদুল আজিজ ও কুষ্টিয়া প্রতিনিধি কুদরতে খোদা সবুজ। এছাড়া জানুয়ারিতে সর্বাধিক পঠিত ক্যাটাগরিতে সেরা হয়েছেন যুক্তরাজ্য প্রতিনিধি মুনজের আহমদ চৌধুরী।

এডিটর্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন ফটো জার্নালিস্ট নাসিরুল ইসলাম। গত ২ ফেব্রুয়ারি প্রকাশিত ‘কেজি দরে কেনা, পাউন্ড বেচা (ফটো স্টোরি)’ প্রতিবেদনের জন্য পুরস্কৃত করা হয়েছে তাকে।

গত ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত ‘রোহিঙ্গাদের সঙ্গে গোপনে বৈঠক করতে চেয়েছিলেন মিয়ানমারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী!’ প্রতিবেদনটির জন্য কক্সবাজার প্রতিনিধি আবদুল আজিজকে ব্রেকিং ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।

সেরা রিপোর্ট (জাতীয়) ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান। তার লেখা ‘চীনা রাষ্ট্রদূতের অদ্ভুত আচরণ’ প্রতিবেদনটি প্রকাশিত হয় ২৫ ফেব্রুয়ারি।

মফস্বলের সেরা প্রতিবেদন হয়েছে কুষ্টিয়া প্রতিনিধি কুদরতে খোদা সবুজের লেখা ‘একতারায় সচ্ছলতা’। এটি প্রকাশিত হয় ১৭ ফেব্রুয়ারি।

আন্তর্জাতিক বিভাগে সেরা হয়েছে ৯ ফেব্রুয়ারি প্রকাশিত দিল্লি প্রতিনিধি রঞ্জন বসুর ‘উত্তপ্ত আসামের বুকে বাংলাদেশের জামদানি কূটনীতি’।

এছাড়া জানুয়ারি মাসের সর্বাধিক পঠিত ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে গত ২৫ জানুয়ারি প্রকাশিত যুক্তরাজ্য প্রতিনিধি মুনজের আহমদ চৌধুরীর ‘৩৫ বছর পর বাবা-ছেলের সাক্ষাৎ’ প্রতিবেদনটি।