এসআই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস মামলায় রিমান্ডে ১

আদালত

পুলিশের উপপরিদর্শক (এসআই ) নিয়োগের লিখিত পরীক্ষায় প্রশ্নফাঁস মামলায় আসামি আব্দুল্লাহ আল শাওনের একদিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। বুধবার (২১ মার্চ) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে শেরে বাংলা নগর থানার মামলার তদন্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান (উপপরিদর্শক) আসামিকে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন।

এজাহার থেকে জানা যায়; গত ২০ মার্চ ফার্মগেট তেজগাঁও কলেজে বাংলাদেশ পুলিশ বাহিনীর এসআই  পদে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় আসামি শাওন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে প্রশ্ন সরবরাহ এবং উত্তর সংগ্রহ করেছেন। ওই ঘটনায় শাওনকে গ্রেফতার করে রাজধানীর শেরে বাংলা নগর থানায় এ মামলাটি দায়ের করে পুলিশ। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৪/৯(খ)/১৩ ধারা এ মামলাটি দায়ের করা হয়। মামলা নাম্বর ২৪(০৩) ১৮।