‘১২ মার্চের বিমান দুর্ঘটনায় আমাদের কোনও অবহেলা ছিল না’

‘১২ মার্চের আগে ৩৬ হাজার ফ্লাইট পরিচালনা করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এর আগে কোনও ধরনের সমস্যা হয়নি। ফলে আমি মনে করে এই দুর্ঘটনায় আমাদের কোনও ধরনের অবহেলা ছিল না।’ বৃহস্পতিবার (২২ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আকাশপথে নিরাপত্তা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম এসব কথা বলেন।

ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলামইউএস বাংলার মহাব্যবস্থাপক বলেন, ‘আমি শুরুতেই ১২ মার্চের ঘটনায় নিহতদের স্মরণ করছি। একটি দুর্ঘটনা যেকোনও কারণেই হতে পারে। তবে এই দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত আমরা সার্বক্ষণিক নিহত-আহতদের পাশে আছি। সবসময় তাদের খোঁজ-খবর রাখছি। আমরা আমাদের দায়িত্ব নিয়েই কাজ করে যাচ্ছি।’

আরও পড়ুন: ১০ লাখে একটি বিমান দুর্ঘটনা ঘটে: শাকিল মেরাজ

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভেও দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন- বিমান বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন, বিমান বাংলাদেশের মহা ব্যবস্থাপক শাকিল মেরাজ, বাংলাদেশ এয়ার এশিয়ার জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) টোটাল এয়ার সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদি আব্দুল্লাহ, বাংলা ট্রিবিউনের সাংবাদিক চৌধুরী আকবর হোসেন ও বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।