ছাত্রলীগ অপরাধ করলে শাস্তি ভোগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী







অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালছাত্রলীগ অপরাধ করলে শাস্তি ভোগ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (২৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘আলোকচিত্রে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটি সাজানো হয় আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী দিয়ে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘ছাত্রলীগ দুষ্কৃতি করলে শাস্তি ভোগ করতে হবে। তাই আপনারা কখনও দুষ্কৃতি করবেন না, যারা করবেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘মার্চ মাস বাঙালির স্বাধীনতার মাস। বাঙালির গৌরবের মাস। বাঙালির জাতির জনকের জন্মের মাস। এ মাসেই তিনি তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। তিনি তার বক্তব্যে তৎকালীন বাঙালির সব বিষয়ের ওপর আলোকপাত করেছিলেন। এই বক্তব্যের মধ্যেই তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার এ বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে কোনোকিছু না ভেবে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে আমরা সবাই উপলব্ধি করছি বাংলাদেশ পরিবর্তন হয়েছে। এর জন্যে সততা, নেতৃত্ব এবং দূরদর্শিতার দরকার। এর কোনওটিই বিএনপির ছিল না। ফলে বাংলাদেশ বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে, এখনও চলছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। কেননা দেশনেত্রী শেখ হাসিনা না থাকলে দেশ আবার পিছিয়ে যাবে। আমরা দেশের সবাইকে নিয়ে এগিয়ে যাবো— এটাই প্রধানমন্ত্রীর পরিকল্পনা। আমরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের উদাহরণ দিই সব সময়, কিন্তু বঙ্গবন্ধু বেঁচে থাকলে ১০ বছরের মধ্যেই বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যেতো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ বলেন, ‘স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ মূলত স্বাধীনতার অর্জন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, আমাদের পরিচয় দিয়েছেন।’ তিনি বলেন, ‘অর্থনীতিসহ সব বিষয়ে মুক্তি, সেটি বঙ্গবন্ধুর। ১৯৭১ সালে সংগ্রাম করে আমরা স্বাধীনতা লাভ করেছি, সে সংগ্রাম এখনও চলছে। সে সংগ্রাম হলো দারিদ্র্য থেকে মুক্তির সংগ্রাম।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘জাতির জনককে হত্যার মধ্য দিয়ে সরকার বদল হয়নি, রাষ্ট্র বদল হয়েছে। রাষ্ট্রকে পাকিস্তানে রূপান্তর করা হয়েছিল।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।