ধর্ষণের প্রতিবাদে একাই দাঁড়ালো মেয়েটি

ধর্ষণের প্রতিবাদ করতে রাজধানীর উত্তরায় একাই পথে নেমেছিলেন আফসানা কিশোয়ার লোচন। মনের ওপর চাপ থেকেই তিনি ধর্ষণবিরোধী বার্তা পোস্টারে লিখে সোমবার দাঁড়িয়েছিলেন উত্তরার ফুটওভার ব্রিজের ওপর। সবাই যার যার নিজ এলাকায় এভাবে প্রতিবাদ করলে হয়তো সচেতনতা বাড়বে ভেবে কাজটি করার কথা জানিয়েছেন তিনি।

পোস্টার হাতে ফুটওভার ব্রিজে আফসানা কিশোয়ার লোচনসোমবার উত্তরার রাজলক্ষ্মী ফুটওভার ব্রিজ ও আজমপুর ফুটওভার ব্রিজে দাঁড়িয়েছিলেন লোচন। হাতে পোস্টার। তাতে লেখা, ‘একজন পুরুষই পারে আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ বন্ধ করতে। ধর্ষণ বন্ধ করুন। বি এ রিয়েল ম্যান। স্টপ রেপ।’

কেন এভাবে একা দাঁড়ানো প্রশ্নে লোচন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি রাজপথে নানা প্রতিবাদে শামিল হয়ে আসছি দীর্ঘদিন। ধর্ষণের ঘটনা থামছে না, মনের ওপর এখন এমন চাপ হয়েছে যে ভাবলাম নিজের মতো করেই দাঁড়াই। পঞ্চাশজনকে জোগাড় করে কিংবা শাহবাগে দাঁড়ানোর জন্য আর অপেক্ষা না করে নিজের এলাকাতেই দাঁড়ালাম।’

কেমন ছিল লোকজনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘খুব বেশি সেদিকে খেয়াল করা হয়নি। কেউ ধ্যাৎ বলে পাশ কাটিয়ে চলে গেছে, কেউ নানা পরামর্শ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। আমি কেবল আমার কাজটা করার কথা ভেবেছি।’

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে বলা হয়, সারাদেশে ২০১৮ সালের প্রথম তিন মাসে ধর্ষণের শিকার হয়েছেন ১৮৭ নারী। এরমধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৯ জনকেে এবং আত্মহত্যা করেছেন দুজন। এছাড়া ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে ২১ নারীর ওপর। আসকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই তিন মাসে যৌন হয়রানির শিকার হয়েছেন ২৭ জন নারী। এর ফলে আত্মহত্যা করেছেন একজন, প্রতিবাদ করায় নিহত হয়েছেন ২ জন পুরুষ।