কোটা সংস্কার দাবি মেনে নিন: চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, ছবি- সংগৃহীতকোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সোমবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি  এ দাবি জানান।

বিবৃতিতে  মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘বর্তমানে প্রচলিত ৫৭ শতাংশ কোটা প্রথা সম্পূর্ণ অযৌক্তিক।  তাই এটাকে কমিয়ে ১০ শতাংশ করাই যুক্তিযুক্ত। তাহলে মেধার যথাযথ মূল্যায়ন হবে।’

আরও পড়ুন: কবি সুফিয়া কামাল হলের ঘটনা সম্পর্কে ঢাবি ভিসি যা বললেন (ভিডিও)

মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে বিনা উসকানিতে পুলিশ ও ছাত্রলীগ ক্যাডাররা বর্বরোচিত আক্রমণ চালিয়েছে।  সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা বেশ কিছুদিন যাবৎ আন্দোলন করছে। যে কোনও ব্যক্তি বা সংগঠন তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনও বিষয়ে নিজেদের বঞ্চিত মনে করলে, তা থেকে প্রতিকার পাওয়ার জন্য সোচ্চার হবেন; এটাই গণতান্ত্রিক অধিকার।’