ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের অভিযোগে গ্রেফতার দুই

গ্রেফতারের প্রতীকী ছবি

রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

বুধবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- বাইজিত ও আল আমিন।

বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) সারোয়ার বিন কাশেম বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। তিনি বলেন, এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। 

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।